ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগে ২২ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৭:২২, ১৩ অক্টোবর ২০১৫

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগে ২২ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ২২টি জেলার ফল সোমবার প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা নয় হাজার ৭২৭ জন। এ পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল এক লাখ ৪৪ হাজার ১১২ জন। ফল প্রকাশ হওয়া জেলাগুলো হলো- নড়াইল, মেহেরপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, ফেনী, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা ও পঞ্চগড়। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর পাওয়া যাচ্ছে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
×