ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তদ্বির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০৭:৪২, ১৩ অক্টোবর ২০১৫

তদ্বির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ তদ্বিরের কাছে নতজানু না হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। তিনি আরও বলেন, তদ্বিরের কারণে বড় ধরনের ঠেকায় আছি। আমার কাছে প্রতিদিন যত মানুষ আসেন তার ৯০ ভাগই তদ্বির করার জন্য আসেন। সেই তদ্বিরের ৮৯ ভাগ আবার অবৈধ (আন ফেয়ার) তদ্বির। সোমবার সচিবালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। এমএ মান্নান বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দৈনন্দিন যে কাজ করতে হয় তার মধ্যে ৯০ ভাগই তদ্বির। এ তদ্বির সংস্কৃতির নতজানু থেকে সবাইকে বেরিয়ে আসার এবং নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
×