ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ আইনজীবী মুজাহিদের সাক্ষাৎ চান

প্রকাশিত: ১৮:১২, ১৩ অক্টোবর ২০১৫

৫ আইনজীবী মুজাহিদের সাক্ষাৎ চান

স্টাফ রির্পোটার ॥ যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেতে চান ৫ আইনজীবী। মুজাহিদের আইনজীবী শিশির মনির বলেন, কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে তারা পাঁচ আইনজীবী আজ মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন। বাকি চার আইনজীবী হলেন- মসিউল আলম, এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন। শিশির মনির বলেন, “জেল কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে আমরা তার সাথে দেখা করব| আমরা আশা করি, কারা কর্তৃপক্ষ আমাদের আইনি পরামর্শ করার সুযোগ করে দেবেন। সর্বোচ্চ আদালতের সাজার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার জন্য আর দুই দিন সময় রয়েছে ফাঁসির আসামি মুজাহিদের হাতে। এর আগে গত ৩ অক্টোবর শিশির মনিরসহ পাঁচ আইনজীবী কারাগারে গিয়ে মুজাহিদের সঙ্গে দেখা করে এসে জানিয়েছিলেন, তাদের রিভিউ আবেদন করতে বলা হয়েছে।
×