ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৪ দফা দাবীতে গ্রাম-পুলিশদের মানববন্ধন

প্রকাশিত: ২০:০৮, ১৩ অক্টোবর ২০১৫

মাদারীপুরে ৪ দফা দাবীতে গ্রাম-পুলিশদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর॥ মাদারীপুরে ৪ দফা দাবীতে মানববন্ধন করেছেন ইউনিয়নের স্থানীয় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য গ্রাম-পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে ৩ শতাধিক গ্রাম পুলিশ অংশ নেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। এরপর সেখান থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবীগুলো হলো, ৪র্থ শ্রেণির কর্মচারীর ন্যায় বেতন স্কেল ঘোষণাসহ বাস্তবায়ন, অবসরকালিন ভাতা প্রদান, পুলিশ-আনসার বাহিনীর ন্যায় রেশনিং-এর ব্যবস্থা ও ২০১৩ সালের প্রনিত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকর করা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মিয়াসহ অন্যরা।
×