ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে মুক্তিপণের দাবিতে ট্রলারসহ শতাধিক জেলে অপহরন

প্রকাশিত: ২০:৪০, ১৩ অক্টোবর ২০১৫

বঙ্গোপসাগরে মুক্তিপণের দাবিতে ট্রলারসহ শতাধিক জেলে অপহরন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে গণডাকাতির খবর পাওয়া গেছে। জেলেদের গুলি করে ট্রলারসহ শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহন করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৬ জেলে। এরা হচ্ছে এফবি জাহানারা ট্রলারের আসন আলী (৩০), মান্নান মৃধা (৩০), আমির হোসেন (৩১), শাহআলম (৪০), ফয়জাল (৩০) ও কাইয়ুম (৩০)। এদের সবাইকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত হওয়ায় চার জনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। মঙ্গলবার সকাল আট টার দিকে গুলিবিদ্ধ জেলেদের নিয়ে ট্রলারটি আলীপুর ফেরার পরে গণডাকাতির বিস্তারিত খবর পাওয়া যায়। আহতরা জানান, সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরবক্ষে গণডাকাতির ঘটনা ঘটেছে। আলীপুরের আবুল কোম্পানীর মালিকানাধীন এফবি আল মদীনা ট্রলারের আঃ রব মাঝিকেসহ ট্রলারটি নিয়ে গেছে ডাকাতরা। কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লার মালিকানাধীন মাছধরা ট্রলার এফবি মার্জিয়া আক্তার রীমাসহ ওই ট্রলারের জেলে নয়া মিয়া, আল-আমিন ও আবুল কালামকে অপহরণ করা হয়েছে বলে তার দাবি। তিনি আরও জানান, ‘অবরোধ শেষে হওয়ায় মৎস্য বন্দর আলীপুর থেকে শতাধিক মাছধরা ট্রলার ইলিশ শিকারে বঙ্গোপসাগরে অবস্থান করছে। আমার ধরনা শতাধিক জেলেকে অপহরণ করা হয়েছে।’ মহিপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস বলেন, ‘সাগরে গণডাকাতি হয়েছে। আমাদের এখানকার সব ট্রলারই এখন সাগরে। শতাধিক জেলে অপহরণের ঘটনা ঘটেছে বলেই আমাদের অনুমান।’ কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, জেলেদের ওপর হামলা চলাকালে খবর পেয়ে পাথরঘাটা থানা এবং কোস্টগার্টকে অবহিত করেছেন।
×