ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে শিক্ষিকার শ্লীলতাহানীর মামলায় শিক্ষক কারাগারে

প্রকাশিত: ২১:১১, ১৩ অক্টোবর ২০১৫

শেরপুরে শিক্ষিকার শ্লীলতাহানীর মামলায় শিক্ষক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা বকুলের দায়ের করা শ্লীলতাহানীর মামলায় সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে স্বেচ্ছায় আত্মসমপর্ণ করলে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, ৪ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় পাঠাগারে দু’জনই অবস্থান করছিলেন। ওই শিক্ষক দু’জনের মধ্যে পূর্ব থেকেই মনোমালিন্য চলছিল। এরই জের ধরে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা ও এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটলে অন্যান্য শিক্ষকরা গিয়ে দু’জনকেই নিবারণ করেন। ওই ঘটনায় শিক্ষিকা রেবেকা সুলতানা আহত হয়। আহত শিক্ষিকা রেবেকা সুলতানা ওইদিন বিকেলেই নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি হন এবং পরদিন রাতে সাইফুলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনায় নালিতাবাড়ীজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার ঝড় বইছে।
×