ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে জেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা

প্রকাশিত: ২২:৩২, ১৩ অক্টোবর ২০১৫

নাটোরে জেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা

সংবাদদাতা, নাটোর॥ আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে উদযাপন করতে নাটোরে জেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ পুলিশ সুপার শ্যামল কুমার মূখার্জী, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সাজেদুর রহমান খান, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নগেন্দ্র নাথ রায় সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, আসন্ন শারদীয়া দূর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে পালন করতে প্রতিটি পূজা মন্ডবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক কমিটি গঠন করে শান্তিপূর্নভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগীতা কামনা করা হয়। চলতি বছর জেলায় মোট ৩৪২টি মন্ডবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
×