ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপিত

প্রকাশিত: ২২:৩২, ১৩ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ “জ্ঞানই জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসানের নেতৃত্বে সদর উপজেলা কমপ্লেক্স এর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে আরো অংশ গ্রহন করেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইউছুফ আলী, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা অরুনেন্দ্র কিশোর চক্রবর্তী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ। র‌্যালিতে সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের ও সেচ্ছাসেবী কর্মী,স্কাউট এবং গার্লস গাইড’স সদস্যরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
×