ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন

প্রকাশিত: ২২:৩৪, ১৩ অক্টোবর ২০১৫

রাষ্ট্রপতি অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুই দিনের সফরে জেলার হাওড় অধ্যুষিত অষ্টগ্রামে গিয়ে সেতু ও ম্যুরাল উদ্বোধন শেষে মঙ্গলবার উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। সকাল ১০টায় রাষ্ট্রপতি উপজেলা ডাকবাংলো থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে চড়ে অষ্টগ্রাম উপজেলার সঙ্গে কাস্তুল ইউনিয়নের সংযোগ সেতু ও এলাকা পরিদর্শন করেন। পরে সকাল ১১টায় তিনি পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার থেকে বাধাঘাট সড়ক পরিদর্শন করেন। একই সময় তিনি ওই এলাকার আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আবুল হোসেন, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, অষ্টগ্রামের ইউএনও মোহাম্মদ মহসীন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ইজিজবাইকে চড়ে আবারো তিনি উপজেলা ডাকবাংলোর উদ্দেশে যান। পরে সেখান থেকে উপজেলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করেন।
×