ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়পুরে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ২২:৩৪, ১৩ অক্টোবর ২০১৫

রায়পুরে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির উদ্যোগে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ ১১টি আইটেমে ১২২০ জন সরকারি-বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষাথীরা এতে অংশগ্রহন করেছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শামিম হোসেন,শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, পল্লি-বিদ্যুতের ডিজিএম সুদাস রক্ষিত, মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন পাটোয়ারী, সমাজ-সেবা কর্মকর্তা এএম জোবায়ের, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক সৌমিত্র বড়ুয়া টিটু, আবুল কাশেম খোকা প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক, শত শিশু শিক্ষাথী, শিক্ষক-সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
×