ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তালতলীতে দুই জেলে অপহৃত

প্রকাশিত: ২৩:৩৪, ১৩ অক্টোবর ২০১৫

তালতলীতে দুই জেলে অপহৃত

নিজস্ব সংবাদদাতা,আমতলী (বরগুনা)॥দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিলন খান (৪০) ও ফারুক ঘরামী (৪২) নামের দু’মাঝিকে জলদস্যুরা অপহরন করেছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে। অপহৃত মাঝিদের পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার সকালে এফবি সাকিল ও এফবি রহমান নামের দুটি ট্রলার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য আড়ৎঘাট থেকে মাছ ধরতে দক্ষিণ গভীর বঙ্গোপসাগরে যায়। সোমবার রাতে জলদস্যুরা নাম বিহীন একটি ট্রলারে করে বলেশ্বর পয়েন্টে এ ট্রলার দুটিকে আক্রমন করে। এ সময় ওই ট্রলার দুটির মালামালসহ মাঝি মিলন খান ও ফারুক ঘরামীকে জলদস্যুরা অপহরন করে নিয়ে যায়। এ মাঝিদের বাড়ী তালতলী উপজেলার ফকির হাট গ্রামে। এফবি সাকিল ট্রলারের মালিক ছালাম মিয়া জানান ট্রলার দুটির জেলেরা মঙ্গলবার সকালে তীরে ফিরে এসেছে। জেলেরা জানান মালামালসহ দু’মাঝিকে জলদস্যুরা নিয়ে গেছে। তালতলীর নিদ্রাসকিনা কোষ্টগার্ডের পেটি অফিসার মোঃ জাহিদ হোসেন জানান খবর পেয়ে সাগরে টহল জোড়দার করা হয়েছে।
×