ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাজক হত্যাচেষ্টা মামলায় জেএমবি’র ৪ সদস্যের ৫ দিনের রিমান্ড

প্রকাশিত: ২৩:৩৫, ১৩ অক্টোবর ২০১৫

যাজক হত্যাচেষ্টা মামলায় জেএমবি’র ৪ সদস্যের ৫ দিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা,পাবনা ॥ ধর্মযাজক ফাদার লুক সরকার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ জঙ্গীসংগঠন জেএমবি’র গ্রেফতারকৃত ৫ সদস্যের মধ্যে জিয়াউর রহমান, শরিফুল ইসলাম তুলিব, আব্দুল আলিম ও আমজাদ হোসেনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এই রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত অপর জেএমবি সদস্য রাকিবুল হাসান রাব্বি সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। গত ৫ অক্টোবর সকালে জেএমবি সদস্যরা ঈশ্বরদীতে যাজক ফাদার লুক সরকারের বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত লুক সরকারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে তারা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
×