ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবশেষে তাভেলার মরদেহ নিচ্ছে ইতালীয় দূতাবাস

প্রকাশিত: ০৫:২১, ১৪ অক্টোবর ২০১৫

অবশেষে তাভেলার মরদেহ নিচ্ছে ইতালীয় দূতাবাস

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ১৫ দিন পর সব প্রক্রিয়া সম্পন্ন শেষে ইতালীয় নাগরিক সিজার তাভেলার মরদেহ গ্রহণ করছে বাংলাদেশে ইতালীয় দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা সকালে সিজারের ঢাকা মেডিক্যাল কলেজের হিমঘর থেকে গ্রহণ করবেন। এরপর মরদেহ বিমানযোগে ইতালিতে পাঠানো হবে। সিজারের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। আজ সকালে মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত সিজার হত্যাকা-ে কেউ গ্রেফতার হয়নি। এমনকি হত্যাকা-ের মোটিভ সম্পর্কে সুস্পষ্ট করে কিছ্ইু বলেননি মামলাটির তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মাহফুজুল ইসলাম রাতে জনকণ্ঠকে জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় সিজারের লাশ বাংলাদেশে ইতালীয় দূতাবাসের কর্মকর্তাদের গ্রহণ করার কথা রয়েছে। সিজারের মরদেহ বুধবারই বিমানযোগে ইতালিতে পাঠানোর কথা। মরদেহ সিজারের পরিবারের হস্তান্তরের কথা রয়েছে বলে জানা গেছে।
×