ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল-৪ উপনির্বাচন

কাদের সিদ্দিকীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ০৫:২২, ১৪ অক্টোবর ২০১৫

কাদের সিদ্দিকীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ অক্টোবর ॥ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান। মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪১০ টাকা ঋণ থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর কারণে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী সৈয়দ মোস্তাক হোসেন রতনের জমা দেয়া কাগজপত্রে দলীয় মনোনয়নের বৈধ কাগজ না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিমের জমা দেয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী এবং বিএনএফ-এর প্রার্থী আতাউর রহমান খানের আয়কর রিটার্ন দাখিলের কাগজে সমস্যা থাকায় তার মনোনয়নপত্র বিকেল ৫টা পর্যন্ত স্থগিত রাখে। পরে বিকেল ৫টার দিকে দুই প্রার্থীর সঠিক কাগজপত্র পাওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ বলে জানান রিটার্নিং কর্মকর্তা। গত ১১ অক্টোবর ১০ প্রার্থী মনোনয় পত্র জমা দিয়েছিল। এদিকে কাদের সিদ্দিকী ও নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করার প্রতিবাদে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী-সমর্থকরা জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সমবেত হয়ে যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করলে ১০জন আহত হয়। পরে দুপুর আড়াইটার দিকে কাদের সিদ্দিকী এলেঙ্গা বাসস্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যকালে বুধবারের ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। মঙ্গলবার বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকী, ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী ইমরুল কায়েস ও স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সিদ্দিকী। আগামী ২১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২২ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ নবেম্বর।
×