ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুলকার্নির মুখে কালি

ছয় শিবসেনা কর্মী গ্রেফতার, পরে জামিন

প্রকাশিত: ০৫:২৯, ১৪ অক্টোবর ২০১৫

ছয় শিবসেনা কর্মী গ্রেফতার, পরে জামিন

ভারতের সাবেক কূটনীতিক সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি লাগিয়ে দেয়ার ঘটনায় ছয় শিবসেনা কর্মীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। সোমবার রাতে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় পুলিশ মঙ্গলবার এ কথা জানিয়েছে। গ্রেফতারকৃত শিবসেনা দলের কর্মীদের মধ্যে রয়েছে, গজানন পাতিল, দীনেশ প্রসাদ, অশোক বাঘমারে, প্রকাশ হুসবে, সমাধান জুগধাব এবং ভেঙ্কটেশ নায়ার। -এএফপি মঙ্গলে দীর্ঘ বালিয়াড়ি নাসার ক্যামেরায় সম্প্রতি ধরা পড়েছে মঙ্গলে দীর্ঘ বালিয়াড়ি। সেই সঙ্গে মঙ্গলের ভূ-প্রকৃতি। রুক্ষ, ঊষর মাটি। তাতে অজস্র ফাটল। বিজ্ঞানীদের ধারণা, ছবিটি ভূ-প্রকৃতি নিয়ে গবেষণায় বিশেষ সাহায্য করবে। ভূমিরূপের ক্ষয়ের পিছনে থাকে বায়ু, তাপসহ একাধিক শক্তির ক্ষয় ও সঞ্চয় কাজ। -সংবাদ প্রতিদিন পিঁপড়া খেয়ে ছয় দিন ছয় দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার এক ব্যক্তিকে অস্ট্রেলিয়ার দুর্গম এক মরু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি কালো পিঁপড়া খেয়ে ছয় দিন বেঁচে ছিলেন। ওই ব্যক্তির নাম রেগ ফগারডি (৬২)। তিনি ৭ অক্টোবর শিকারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। ফগাডির খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। নিখোঁজ হওয়ার স্থান থেকে ১৫ কিলোমিটার দূরে তাঁকে পাওয়া যায়। পুলিশ কর্মকর্তা এ্যান্ডি গ্রেটউড বলেন, জায়গাটি দুর্গম, প্রচ- তপ্ত। সেখানে বেশির ভাগ মানুষই বাঁচে না। -এএফপি
×