ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতশী রহমান

ফুটবলের কলঙ্ক ব্লাটার-প্লাতিনি!

প্রকাশিত: ০৫:৪১, ১৪ অক্টোবর ২০১৫

ফুটবলের কলঙ্ক ব্লাটার-প্লাতিনি!

নিজের পক্ষে অনেক সাফাই গেয়েছেন সেপ ব্লাটার। কিন্তু শেষ রক্ষা হয়নি। গুঞ্জনের ইতি ঘটিয়ে শেষ পর্যন্ত ফিফা সভাপতি পদ থেকে বরখাস্ত হয়েছেন সুইজারল্যান্ডের এই ফুটবল কর্তা। সুইজারল্যান্ডের একটি ফৌজদারি দুর্নীতি মামলায় নাম জড়িয়ে পড়ায় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার প্রধানকে ৮ অক্টোবর বহিষ্কারাদেশ দিয়েছে ফিফার এথিকস কমিটি। ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, এথিকস কমিটির তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষিদ্ধ হওয়ার কারণে ফিফা সভাপতির পদ থেকে ৯০ দিনের জন্য সরে যেতে হয়েছে ব্লাটারকে। মামলায় জড়িত থাকায় উয়েফা সভাপতি মিশেল প্লতিনিকেও একই মেয়াদে সরে যেতে হয়েছে ফুটবলের সমস্ত কর্মকা- থেকে। অর্থাৎ আগামী তিন মাস ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তারা। ব্লাটার, প্লাতিনি ছাড়াও ফিফার সাবেক সহ-সভাপতি চু মং জুনকে ছয় বছরের জন্য নিষিদ্ধ এবং ৬৭ হাজার ডলার জরিমানা করা হয়েছে। প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ২০১১ সালে তিনি ব্লাটারের কাছ থেকে বড় অঙ্কের অর্থ ঘুষ হিসেবে নিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে প্লাতিনির অন্যতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরীয় ধনকুবের চুং মং-চুনের বিরুদ্ধেও রায় দিয়েছে ফিফার এথিকস কমিটি। তাঁকে আগামী ছয় বছরের জন্য সংস্থাটির সভাপতি পদে নির্বাচন করার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফিফার সহ-সভাপতি জেরমে ভাল্কে, যার বিরুদ্ধে বিশ্বকাপের টিকিট কেলেঙ্কারির অভিযোগ তাঁকেও বহিষ্কার করা হয়েছে ৯০ দিনের জন্য। ব্লাটারকে সরিয়ে দেয়ার পর সাময়িকভাবে ফিফা সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা ইসা হায়াতুকে। ৬৯ বছর বয়সী ইসা বর্তমানে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) প্রধান। আফ্রিকান এই ফুটবল কর্তা আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে ফৌজদারি তদন্ত শুরু করার পর ফিফার এথিকস কমিটি জুরিখে চলতি সপ্তাহে বৈঠকে বসে। কমিটির তদন্ত উইং বর্ষীয়ান ফুটবল সংগঠক ব্লাটারকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছিল। একদিন পর সেটিই কার্যকর করা হয়েছে। সুইস কর্তৃপক্ষের অভিযোগ, ৭৯ বছর বয়সী ব্লাটার ‘ফিফার জন্য নেতিবাচক’ এমন চুক্তি করেছেন এবং ইউরোপিয়ান ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে অর্থ’ দিয়েছেন। ১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার অবশ্য প্রথম থেকেই কোন ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ব্লাটারের উত্তরসূরি হতে চাওয়া প্লাতিনিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেন। বুধবার বৈঠকের আগেও ব্লাটার বলেছিলেন, তিনি একদিন আগেও দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। কিন্তু গায়ের জোরে যে সবকিছু হয় না, সে প্রমাণ পেয়েছেন অভিযুক্ত ব্লাটার। গত মে মাসে ফিফা কংগ্রেসের সময় দুর্নীতির অভিযোগে সুইস পুলিশ আটক করে ফিফার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে। তাঁর দুদিন পর সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে পঞ্চমবারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার। কিন্তু বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি তাঁকে এতটাই বিতর্কিত করে তুলেছিল যে নির্বাচিত হওয়ার মাত্র চারদিন পর তিনি ফিফার সভাপতি পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তবে ব্লাটার জানিয়েছেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা প্রমাণের জন্য সম্ভাব্য সবকিছু করবেন তিনি। এ লক্ষ্যে নিষিদ্ধ হওয়ার পরদিনই আবেদন করেন ব্লাটারের আইনজীবীরা। প্লাতিনির পক্ষেও আবেদন করা হয়েছে। এমন সঙ্কটে এর আগে কখনও পড়েনি ফিফা। গত মে মাস থেকে দুর্নীতি-অনিয়মের অভিযোগে জর্জরিত ফুটবলের সর্বোচ্চ সংস্থা এখন অনেকটাই নেতৃত্ববিহীন। সেপ ব্লাটার সাময়িকভাবে তিন মাসের জন্য নিষিদ্ধ হওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন আফ্রিকার ইসা হায়াতু। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ফিফার ভারপ্রাপ্ত সভাপতির কাছে চিঠি লিখে নির্বাহী কমিটির বৈঠক আয়োজনের অনুরোধ করেছেন। আল খলিফা বলেছেন, আমরা একটা ব্যতিক্রমী পরিস্থিতির মুখে পড়েছি। এ জন্যই আমাদের বৈঠক করা দরকার। শুধুমাত্র একসঙ্গে থাকতে পারলেই আমরা এই ধরনের সঙ্কটপূর্ণ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। আগামী সপ্তাহে এই বৈঠক আয়োজনের ব্যাপারে কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইসা হায়াতু। নিষিদ্ধ ব্লাটার অবশ্য চুপচাপ বসে থাকছেন না। এরই মধ্যে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আনুষ্ঠানিক আবেদন করেছেন তিনি। ব্লাটারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে ফিফার নীতিনির্ধারক কমিটির কাগজপত্র দেখতে চেয়েছেন তাঁর আইনজীবীরা। তবে নানামুখী চাপে পড়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রায় দেড় যুগ পর ব্লাটারের শাসনমুক্ত হতে চলেছে। দুর্নীতির কারণে ফিফার এ সভাপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত শুরুর পর থেকেই পদত্যাগের আহ্বান এসেছে বিভিন্ন দিক থেকে। অবশেষে ফিফার নৈতিক কমিটি ব্লাটারকে সবধরনের ফুটবল কর্মকা- থেকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করে। পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা। মাত্র চার মাস আছে। প্লাতিনিও আপিল করেছেন। তিনি যদি আপিলে জিতে যান সেক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে পারবেন। আর এ কারণে এখন ফিফা চিন্তা করছে ২৬ ফেব্রুয়ারি নির্ধারিত ফিফা সভাপতি নির্বাচনের তারিখ পেছানোর। সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে ফিফার নির্বাহী কমিটি সেজন্য একটি জরুরী সভায় বসবে। নির্বাহী কমিটির জরুরী সভায় মূল এজেন্ডা থাকবে সভাপতি নির্বাচন পেছানো। ইতোমধ্যেই প্লাতিনির পক্ষে ইংল্যান্ডের ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) পদক্ষেপ নিয়েছে। উয়েফার আরও ৫৪ সদস্য দেশের ফুটবল সংস্থা নেতারা মিলিত হচ্ছেন ফিফা নির্বাচন নিয়ে আলোচনার জন্য। সেখানেও নির্বাচন পেছানোর বিষয় নিয়ে আলোচনা হবে। এফএ মুখপাত্র জানিয়েছেন, প্লাতিনির সবচেয়ে কড়া সমর্থক হিসেবে আছে এফএ এবং তারা আরও কিছু সদস্য দেশকে নিজেদের পক্ষে টানতে সক্ষম হয়েছে।
×