ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তুরস্কে শান্তি মিছিলে বোমা হামলা

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ অক্টোবর ২০১৫

তুরস্কে শান্তি মিছিলে বোমা হামলা

শান্তভাবেই প্রতিবাদ করছিলেন তুরস্কের কয়েক হাজার মানুষ। কিন্তু হঠাৎই মুহুর্মুহু সিরিজ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল আঙ্কারার রাজপথ। গত শনিবারের এই ভয়াবহ বোমা বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন শতাধিক এবং আহত হয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ। বামপন্থী দলের নেতৃত্বে তারা সেখানে জড়ো হয়েছিলেন পিকেকে’র নেতৃত্বাধীন কুর্দি এবং তুর্কি সরকারের মধ্যে মধ্যস্থতার আহ্বান জানিয়ে। কারণ দীর্ঘকালব্যাপী এই লড়াই দু’পক্ষের জন্যই প্রচুর রক্তক্ষয় আর ক্ষয়ক্ষতি বয়ে আনছে। তাৎক্ষণিকভাবে তুরস্ক সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি ছিল একটি পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ এবং প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে, দু’জন আত্মঘাতী আক্রমণকারী এই বোমা হামলা চালিয়েছে। এটি ছিল তুরস্কের মাটিতে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলা। তুরস্কের সরকার এই ঘটনার প্রেক্ষিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অন্যদিকে, এই ঘটনার ফলে নিশ্চিতভাবেই তুরস্কের কুর্দিবিরোধী আক্রমণকে আরও জোরালো করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। চলমান ডেস্ক
×