ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগাম নির্বাচনের কোন সুযোগ নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৭:৫৬, ১৪ অক্টোবর ২০১৫

আগাম নির্বাচনের কোন সুযোগ নেই ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ অক্টোবর ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশ থেকে জঙ্গীবাদের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করার জন্য দেশে সন্ত্রাস-নৈরাজ্য কায়েম করেছিলেন। ভেবেছিলেন এভাবেই নির্বাচন বন্ধ করে দেশে অনির্বাচিত সরকার ডেকে নিয়ে আসবেন। কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আজ বিদেশীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রশংসা করছে। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুত সমস্যা দূর করে আলোকিত বাংলাদেশ গড়ে তোলার জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে দেশে শিশু ও নারী মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, আগাম নির্বাচনের কোন সুযোগ নেই। ২০১৯ সালের নির্ধারিত সময়েই গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গাইবান্ধা পৌরপার্ক শহীদ মিনার চত্বরে মঙ্গলবার গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
×