ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই বিদেশী হত্যা জঙ্গীবাদের অস্তিত্ব প্রমাণ করে না ॥ রুশ রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৮:১৩, ১৪ অক্টোবর ২০১৫

দুই বিদেশী হত্যা জঙ্গীবাদের অস্তিত্ব প্রমাণ করে না ॥ রুশ রাষ্ট্রদূত

বাংলানিউজ ॥ সম্প্রতি দুই বিদেশীর হত্যাকা- প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দ নিকোলাইয়েভ বলেছেন, ‘দু’ফোঁটা পানিতে বৃষ্টি বোঝায় না। বাংলাদেশে সম্প্রতি দুই বিদেশীর হত্যাকা-ে রাশিয়াও উদ্বিগ্ন। তবে এই দুই ঘটনা বড় ধরনের জঙ্গীবাদের অস্তিত্ব প্রমাণ করে না।’ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করার সময় রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা বলেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। আলেক্সান্দ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করছে। এ কারণে হঠাৎ এই ধরনের দুটি ঘটনা ঘটায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দুটি ঘটনায় বাংলাদেশের মতো রাশিয়াও উদ্বিগ্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। এর মধ্যে ঢাকা-মস্কো সরাসরি বিমান চালুর বিষয়টিও রয়েছে। আলোচনায় ঢাকা-মস্কো বিমান চলাচলের বিষয়ে ১৯৭৩ সালে সম্পাদিত চুক্তি নবায়ন, পরিবর্তন ও পরিবর্ধন স্থান পায়। এছাড়া ঢাকায় আসন্ন বুড্ডিস্ট ট্যুরিজম কনফারেন্সে রাশিয়ার ভিক্ষুদের অংশগ্রহণের বিষয়টি নিয়েও আলোচনা হয়। মেনন রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে অনেক ভাল হওয়া সত্ত্বেও কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অনাকাক্সিক্ষত সতর্কতা জারি করেছে। এ কারণে দেশের পর্যটন খাতসহ বাংলাদেশের উদীয়মান অর্থনীতির অগ্রগতি ব্যাহত হতে পারে, যা কাম্য নয়।
×