ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন পুলিশ কর্মকর্তা কামরুলকে নিয়ে কাল দেশে ফিরছেন

প্রকাশিত: ০৮:২৭, ১৪ অক্টোবর ২০১৫

তিন পুলিশ কর্মকর্তা কামরুলকে নিয়ে কাল দেশে ফিরছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ সিলেটের চাঞ্চল্যকর শিশু সামিউল আলম রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কামরুল ইসলামকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের হেড কোয়ার্টার ও সৌদি আরবের বাংলাদেশ মিশনের সমন্বয়ে শিশু সামিউল আলম রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি আরব সরকারের কাছ থেকে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা পেয়েছে। আসামি কামরুল ইসলামকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের তিন পুলিশ কর্মকর্তা রিয়াদে অবস্থান করছেন। আগামীকাল বৃহস্পতিবার তারা কামরুলকে নিয়ে ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
×