ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাবা-মাকে হত্যার কথা অস্বীকার ঐশীর

প্রকাশিত: ০৮:৩০, ১৪ অক্টোবর ২০১৫

বাবা-মাকে হত্যার কথা অস্বীকার ঐশীর

স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত পুলিশের বিশেষ শাখার (এসবি) রাজনৈতিক বিভাগের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার কথা আদালতে অস্বীকার করেছেন নিহতদের একমাত্র মেয়ে ঐশী রহমান। আগামী ২০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আমাদের কোর্ট রিপোর্টার জানান, মঙ্গলবার মামলার প্রধান আসামি ঐশীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন ঢাকার সিএমএম আদালত। ঐশী আত্মপক্ষ সমর্থন করে তার বক্তব্য লিখিতভাবে আদালতে দাখিল করেন। মামলার অপর দুই আসামি ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়। ঐশীর আরেক বন্ধু জামিনে থাকা মিজানুর রহমান রনিও আদালতে হাজির ছিলেন। ঐশীর আইনজীবী মাহবুবুর রহমান রানা সাংবাদিকদের জানান, ঐশী লিখিত বক্তব্যে তার পিতা-মাতাকে হত্যার কথা অস্বীকার করেছেন। ঐশীর দাবি, ঘটনার সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এর সমর্থনে একটি সনদপত্র আদালতে দাখিল করেন। পুলিশ নির্যাতন করে তার স্বীকারোক্তি জবানবন্দী আদায় করে। তার পিতা- মাতা যখন খুন হয়, তখন তিনি বাসায় ছিলেন না। বন্ধুর বাসায় হুইস্কি খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তার বাবা-মাকে কে বা কারা খুন করেছে তাও তার অজানা। এ মামলায় ৫৭ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
×