ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে ভোটারের সঙ্গে কথা বলতে মানা নারী প্রার্থীদের

প্রকাশিত: ০৮:৩১, ১৪ অক্টোবর ২০১৫

সৌদিতে ভোটারের সঙ্গে কথা বলতে মানা নারী প্রার্থীদের

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে আসন্ন পৌর নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হওয়া ৩৬৬ জন নারীকে ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পুরুষ এজেন্ট নিয়োগের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। নারী প্রার্থীরা নিজে ভোটারদের সঙ্গে কথা বললে গুণতে হবে জরিমানা। খবর ওয়েবসাইটের। আরব নিউজ জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সৌদি আরবে পৌর নির্বাচনে ভোটগ্রহণ হবে। এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছেন ৩৬৬ জন নারী। তবে নির্বাচনী প্রচারের জন্য শরিয়া আইন শিথিলের কোন সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন এরই মধ্যে নারী ও পুরুষ সব প্রার্থীকে শরিয়া আইন ‘কঠোরভাবে’ মেনে চলার নির্দেশ দিয়েছে। নারী প্রার্থীরা যেন তাদের নির্বাচনী কার্যালয়ে নারী ও পুরুষদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ রাখেন সে বিষয়েও কড়া নির্দেশনা রয়েছে কমিশনের। শরিয়া আইন অনুযায়ী, সৌদি নারীরা পরিবারের বাইরে পুরুষদের সঙ্গে অনুমতি ছাড়া দেখা করতে কিংবা কথা বলতে পারেন না।
×