ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জানুয়ারি থেকে ডিজটাল নম্বর প্লেট ছাড়া কোন গাড়ি চলবে না

প্রকাশিত: ১৯:১১, ১৪ অক্টোবর ২০১৫

জানুয়ারি থেকে ডিজটাল নম্বর প্লেট ছাড়া কোন গাড়ি চলবে না

অনলাইন রির্পোটার ॥ আগামী ১ জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট) ও আরএফআইডি ট্যাগ ছাড়া সারাদেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সব যানবাহনকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে এগুলো ছাড়া দেশের কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। আমরা আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছি।
×