ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কঠিন সময়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে- ফখরুল

প্রকাশিত: ২২:০৯, ১৪ অক্টোবর ২০১৫

কঠিন সময়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে- ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দলের কঠিন সময়ে নেতাকর্মীদের নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। ফখরুল বলেন, কঠিন সময়ে যখন শুধু দলের নয়, সাধারণ মানুষও নির্যাতনের শিকার হয়েছেন, নিহত, কারারুদ্ধ ও পঙ্গু হয়েছেন, তখন দলের নেতাকর্মীদের সবচেয়ে বড় প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্যকে অটুট রাখা। আওয়ামী লীগ সরকার সব মানুষের অধিকার হরণ করছে অভিযোগ করে তিনি বলেন, সেই অধিকার ফিরে পাওয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সংগ্রাম করছি। খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে এসে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন। সেই পথে বিজয় আমাদের সুনিশ্চিত। ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুল হাই, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, এজমল হোসেন পাইলট প্রমুখ।
×