ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোয়াখালীর পাঁচ রাজাকারের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

প্রকাশিত: ০২:০২, ১৪ অক্টোবর ২০১৫

নোয়াখালীর পাঁচ রাজাকারের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী জেলার সুধারাম থানার পাঁচ জন আসামীর বিরুদ্ধে ৩টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানীর জন্য আগামী ২৪ নভেম্বর দিন ঠিক করেন। বুধবার পাঁচজন আসামীর মধ্যে গ্রেফতার চার জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করে আদেশ দেন। আজ আদালতের শুনানিতে ছিলেন প্রসিকিউটর জাহিদ ইমাম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল। উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, মোখলেসুর রহমান বাদল।অপরদিকে আসামী পক্ষে ছিলেন মোহাম্মদ শিশির মুনির, তরিকুল ইসলাম। প্রসিকিউটর জাহিদ ইমাম বলেন, পাঁচ জনের অভিযোগ আমলে নিয়ে আগামী ২৪ নভেম্বর মামলার পারবর্তী শুনানির দিন ঠিক করেছেন।তার আগে আব্দুল কুদ্দুসের জামিন আবেদন শুনানি হয়।আদালতে আব্দুল কুদ্দুসের জামিন আবেদন করেন আইনজীবী তারিকুল ইসলাম।
×