ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেরুসালেমে অনেক এলাকা অবরুদ্ধ করছে ইসরায়েল

প্রকাশিত: ০২:৫৬, ১৪ অক্টোবর ২০১৫

জেরুসালেমে অনেক এলাকা অবরুদ্ধ করছে ইসরায়েল

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েলে হামলা এড়াতে জেরুসালেমের অনেক এলাকা অবরুদ্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি মন্ত্রীসভা। অনেক এলাকায় পুলিশকে সহায়তা করতে সৈন্যদেরও মোতায়েন করা হবে। ইসরায়েলি কর্তৃপক্ষ এসব কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করে গতকাল জেরুসালেমে বেশ কয়েকটি রক্তাক্ত হামলার পর। তিনজন ইসরায়েলি এসব হামলায় নিহত হয়, অন্যদিকে হামলাকারীদের একজনও পুলিশের গুলিতে মারা যায়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রাতে জরুরী বৈঠকে বসে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটি। সেই বৈঠক থেকেই পূর্ব জেরুসালেমকে ঘিরে এক ব্যাপক নিরাপত্তা অভিযানের ঘোষণা দেয়া হয়। এর অংশ হিসেবে শহরের আরব অধ্যুষিত এলাকাগুলো কার্যত অবরুদ্ধ করা হচ্ছে, প্রত্যেকটির প্রবেশ মুখে বসানো হচ্ছে তল্লাশি চৌকি। কেবিনেট কমিটি আরও সিদ্ধান্ত নিয়েছে, যেসব ফিলিস্তিনি ইসরায়েলিদের ওপর হামলা চালাবে, তাদের ঘরবাড়ী ভেঙ্গে ফেলা হবে, এগুলো আর কখনোই নূতন করে তৈরি করতে দেয়া হবে না। এমনকি তাদের জেরুসালেমে থাকার অধিকারও কেড়ে নেয়া হবে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইজরায়েলের এসব পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। সংস্থার মুখপাত্র সারি বাশি বলছেন, এতে বরং সেখানে আরও বেশি উত্তেজনা তৈরি করবে। কারণ যেসব তল্লাশি চৌকি বসানো হচ্ছে, তাতে তো কেবল সন্দেহভাজন হামলাকারী নয়, জেরুসালেমের সব বাসিন্দাদেরই চলাফেরা বিঘ্নিত হবে। বরং এখন পুলিশ আর পূর্ব জেরুসালেমের বাসিন্দাদের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করা জরুরী বলে তিনি মনে করেন। সূত্র-বিবিসি।
×