ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিটাগাং সিমেন্ট মামলার শুনানি ২১ অক্টোবর

প্রকাশিত: ০৫:৩৪, ১৫ অক্টোবর ২০১৫

চিটাগাং সিমেন্ট মামলার  শুনানি ২১ অক্টোবর

অর্থনৈতিক রিপোর্টার ॥ চিটাগাং সিমেন্ট কোম্পানি লিমিটেডের (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার কেলেঙ্কারি মামলায় আসামি ও সাক্ষীদের উপস্থিতিতে আইনজীবীদের মধ্য যুক্তিতর্ক উপস্থাপন বা শুনানি শুরু হবে আগামী ২১ অক্টোবর। বুধবার মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে এ তারিখ ধার্য করেছেন পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষের আইনজীবী মাসুদ রানা খান জানান, মামলায় দু’জনের সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শুরুর জন্য আগামী ২১ অক্টোবর দিন রেখেছেন আদালতের বিচারপতি হুমায়ন কবির। মামলার সাক্ষী ও আসামিদের উপস্থিতিতে আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ডিএসইর সাবেক পরিচালক মোঃ রকিবুর রহমান। একইসঙ্গে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন তিনি। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১১ অক্টোবর পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল আসামিদের আইনী পরীক্ষা গ্রহণ শেষ করে। সেদিন আসামি মোঃ রকিবুর রহমান আদালতে বক্তব্য দেন। রকিবুরের বক্তব্য শেষে মামলার সাফাই সাক্ষী গ্রহণের জন্য বুধবার পরবর্তী দিন ধার্য করেছিলেন আদালত।
×