ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেডিএসের লেনদেন শুরু আজ

প্রকাশিত: ০৫:৩৪, ১৫ অক্টোবর ২০১৫

কেডিএসের লেনদেন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (৩০ জুন ২০১৫) প্রকাশ করেছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা কেডিএস এক্সেসরিজ লিমিটেড। এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ার বাজারে আনুষ্ঠানিক শুরু হবে এ কোম্পানির লেনদেন। এদিকে দ্বিতীয় প্রান্তিকে কেডিএসের কর পরিশোধের পর মুনাফা করেছে ৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। আর আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা এবং আইপিও-পরবর্তী ইপিএস হয়েছে ১.২১ টাকা। আর ৩০ জুন ২০১৫ পর্যন্ত এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৩.৪২ টাকা। গত তিন মাসে (এপ্রিল-জুন ১৫) এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ৩ লাখ টাকা। আর আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা এবং আইপিও-পরবর্তী ইপিএস হয়েছে ০.৫৮ টাকা। এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কেডিএসের ট্রেডিং কোড-কউঝঅখঞউ এবং ডিএসইতে কোম্পানি কোড-১৩২৪০। আর সিএসইর কোম্পানি কোড-১৬০৩৪।
×