ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গী তৎপরতা বৃদ্ধি

প্রকাশিত: ০৫:৩৬, ১৫ অক্টোবর ২০১৫

জঙ্গী তৎপরতা বৃদ্ধি

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার বিলম্বিত বা পুরোপুরি বন্ধ করার জন্য হোয়াইট হাউসের ওপর চাপ রয়েছে এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ওবামা আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীদের বিরুদ্ধে অভিযান চালাতে পর্যাপ্ত সৈন্য রাখতে চাইছেন বলে মনে হচ্ছে। খবর নিউইয়র্ক টাইমসের। আগামী বছরের পর কাবুলে মার্কিন দূতাবাস রক্ষার জন্য ক্ষুদ্র একটি সেনাবাহিনী রাখার চেয়ে কিছুটা বেশিসংখ্যক সৈন্যের একটি বাহিনীও রাখার অর্থ দাঁড়াবে ওবামার ক্ষমতা ত্যাগের আগে প্রায় সকল মার্কিন সৈন্য দেশে ফিরিয়ে আনার জন্য তার যে লক্ষ্য তা থেকে সরে আসা। ওবামা আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়ে যাবে বলে ঘোষণা দিলেও তালেবানের সাম্প্রতিক অগ্রযাত্রায় পেন্টাগন, কংগ্রেসের অনেক সদস্য ও ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের অনেকেরই উপলব্ধি হচ্ছে সেখানে আমেরিকান সৈন্যের উপস্থিতি একান্ত জরুরী। জাতিসংঘ বলেছে, ২০০১ সালের পর আফগানিস্তানে জঙ্গী তৎপরতা যতটা দেখা গেছে, বর্তমানে তার চেয়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
×