ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শোকেস মালয়েশিয়া আজ থেকে শুরু

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ অক্টোবর ২০১৫

শোকেস মালয়েশিয়া আজ থেকে শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) আয়োজনে ‘৪র্থ শোকেস মালয়েশিয়া ২০১৫’। হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ডরুমে এ প্রদর্শনী চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত থাকবেন। এছাড়াও মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন বিনতে ওথম্যান ও এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত থাকবেন। প্রদর্শনীতে মালয়েশিয়ার প্রায় ৫৫টি ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। যেখানে প্রস্তুতকরণ, রফতানিকারক, ট্রেডার, শিক্ষাপ্রতিষ্ঠান, সেবা প্রদানকারী সংস্থা, টেলিকমিউনিকেশন, ব্যাংক, বীমা, তথ্যপ্রযুক্তি, পর্যটন, স্বাস্থ্যখাতের প্রতিষ্ঠানসহ অন্যরা উপস্থিত থাকবে। প্রদর্শনী চলাকালীন বাংলাদেশী আগ্রহী ব্যবসায়ীদের সঙ্গে মালয়েশিয়ান ব্যবসায়ীদের ওয়ান টু ওয়ান বৈঠকের সুযোগ থাকবে।
×