ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ অক্টোবর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ১৯৬৯ সালে ১১ দফাগুলো হলো- র. শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি রর. প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ররর. আগরতলা মামলায় আটক আসামীদের মুক্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৮৮৪ খ) ১৮৮৫ গ) ১৮৮৬ ঘ) ১৮৮৭ ৩. ভাষা শহিদ আব্দুল জব্বার কত বছর মায়ানমারে অবস্থান করেন? ক) ১০-১২ বছর খ) ১৫-১৬ বছর গ) ১৮-২০ বছর ঘ) ২২-২৫ বছর ৪. খিলাফত আন্দোলন সংঘটিত হয় কত সালে? ক) ১৯২০ খ) ১৯২৩ গ) ১৯২৭ ঘ) ১৯২৯ ৫. কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেন কবে? ক) ২৭ জুলাই ১৯৫২ খ) ২৯ মে ১৯৫৪ গ) ২৯ মে ১৯৫৫ ঘ) ৫ আগস্ট ১৯৫৬ ৬. দ্বৈতহশাসন ব্যবস্থায় দেশরক্ষার দায়িত্ব থাকে যার হাতে- র. কোম্পানি রর. সম্রাট ররর. নবাব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৭. সোহরাওয়ার্দী সরকার তদনন্ত কমিশন গঠন করে যেজন্য- র. দাঙ্গার কারণ জানার জন্য রর. ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য ররর. সমগ্র ভারত বিভক্তের জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর ৮. ওয়ারেন হেস্টিংস কত সালে দ্বৈত মাসনব্যবস্থার অবসান ঘটান? ক) ১৭৭০ খ) ১৭৭২ গ) ১৭৭৪ ঘ) ১৭৭৬ ৯. ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি কোনটি? ক) সুতানটি খ) সুরাট গ) মসলিপট্রম ঘ) নাগাপট্রম ১০. ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ নির্মাণ করেন কে? ক) লর্ড হার্ডিজ খ) লর্ড বেন্টিঙ্ক গ) ওয়েলেসলি ঘ) লর্ড ডালহৌসি ১১. বাষট্টির শিক্ষা আন্দোলন কেন সংঘঠিত হয়? ক) শরীফ শিক্ষা কমিশনের বিলুপ্তির জন্য খ) ফজলুল হককে ক্ষমতায় আসীন করতে গ) আওয়ামী লীগের ক্ষমতা বৃদ্ধি করতে ঘ) মাওলানা ভাসানীকে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী করতে ১২. ভারত-সোভিয়েত ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ক) ১৯৭১ সালের ৬ আগস্ট খ) ১৯৭১ সালের ৭ আগস্ট গ) ১৯৭১ সালের ৮ আগস্ট ঘ) ১৯৭১ সালের ৯ আগস্ট ১৩. উইলিয়াম বেন্টিঙ্ক কতটি দিকের সংস্কার করেন? ক) ৩টি খ) ৪টি গ) ৬টি ঘ) ৭টি ১৪. ‘ছাত্রসংগ্রাম পরিষদ’ গঠিত হওযার কারণ কী? ক) নেতৃত্ব দান খ) স্বায়ত্তশাসন গ) অধিকার আদায় ঘ) ভৌগোীল অধিকার আদায় ১৫. ইংরেজরা কীভাবে বোম্বাই শহরটি লাভ করে? ক) বিয়ের যৌতুক হিসেবে খ) প্রচুর অর্থ প্রদান করে গ) রাজ্যজয়ের বিনিময়ে ঘ) রাজনৈতিক তৎপরতায় ১৬. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? ক) ২১ বছর খ) ২৩ বছর গ) ২৭ বছর ঘ) ৩০ বছর ১৭. হেমার ওয়াডারল্যান্ডকে কোন রাষ্ট্রীয় ভূষণ দেওয়া হয়? ক) বীরশ্রেষ্ঠ খ) বীরউত্তম গ) বীরবিক্রম ঘ) বীরপ্রতীক ১৮. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কবে? ক) ১৯৮৯ খ) ১৯৯১ গ) ১৯৯৫ ঘ) ২০০০ ১৯. কার নেতৃত্বে ১৯৬৮ সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষ আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়? ক) শেখ মুজিবুর রহমান রহমানের খ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গ) তাজউদ্দিন আহমদের ঘ) মনসুর আলীর ২০. বাংলাদেশে একমাত্র নৌ সেক্টর কোনটি? ক) ৮নং খ) ৯ নং গ) ১০ নং ঘ) ১১ নং ২১. ভাষা সৈনিক সাইদ আহমদের বাড়ি কোন জেলায়? ক) রংপুর খ) খুলনা গ) বরিশাল ঘ) রাজশাহী ২২. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ফলাফল কী? ক) ভারতের স্বাধীনতা খ) বাংলাদেশের স্বাধীনতা গ) শত্রূর পরাজয় ঘ) পাকিস্তানের জয় ২৩. পাকিস্তান সেনাবাহিনী হত্যার শিকার হন- র. ড. গোবিন্দচন্দ্র দেব রর. ড. মনিরুজ্জামান ররর. ড. হায়াৎ মাহমুদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্ব নেতার অবদান তুলনাহীন? ক) চৌ-এন লাই খ) ইন্দিরা গান্ধী গ) কিসিঞ্জার ঘ) এডওয়ার্ভ হিথ ২৫. সুজাউদ্দৌলা কাদের সহযোগিতায় রোহিলা নেতাকে হত্যা করেন? ক) ব্রিটিশ সেনাদের খ) রবার্ট বার্কারের সাহায্যে গ) অযোধ্যা সেনাদের ঘ) ক্লাইভের সহযোগিতায় ২৬. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? ক) নবাব সলিমুল্লাহ খ) সৈয়দ আমীর আলী গ) সৈয়দ আহমদ খান ঘ) তিতুমীর ২৭. এম. মনসুর আলী কোন জেলার বাসিন্দা ছিলেন? ক) নাটোর খ) পাবনা গ) সিরাজগঞ্জ ঘ) টাঙ্গাইল ২৮. বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে? ক) মেজর মনরো খ) ওয়াটসন গ) মেজর জব চার্নক ঘ) লর্ড ক্লাইভ ২৯. কত সালের আইনানুসারে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করেন? ক) ১৯৪৬ খ) ১৯৪৭ গ) ১৯৪৮ ঘ) ১৯৪৯ ৩০. সাইমন কমিশনের সদস্য কতজন? ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৮ জন ৩১. ওয়েলেসলি কীভাবে অধীনতামুল ম্রিততা নীতি বাস্তবায়ন করেন? ক) ওলন্দাজদের তাড়িয়ে খ) টিপু সুলতানকে তাড়িয়ে গ) ফরাসিদের তাড়িয়ে ঘ) যুদ্ধ করে ৩২. বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর কে প্রথম বহির্বিশ্বে পৌঁছে দেন? ক) সাইমন ড্রিং খ) জর্জ হ্যারিসন গ) রবি শংকর ঘ) এ্যালেন গিনেসবার্গ ৩৩. ১৭৬৫ খ্রিষ্টাব্দের কত তারিখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিউয়ানি সনদ লাভ করে? ক) ২৩ জুন খ) ১০ জুলাই গ) ১২ আগস্ট ঘ) ৩ সেপ্টেম্বর ৩৪. বহির্বিশ্বে প্রথম বাংলাদেশ মিশন কোথায় স্থাপিত হয়? ক) ভারতে খ) ইরানে গ) ইংল্যান্ডে ঘ) রাশিয়ায় ৩৫. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন- ক) মোহাম্মদ আলী জিন্নাহ খ) এ. কে ফজলুল হক গ) সর্দার বল্লভ ভাই প্যাটেল ঘ) মওলানা আবুল কালাম আজাদ ৩৬. পলাশী যুদ্ধ হয় কত সালে? ক) ১৭৫৫ খ) ১৭৫৬ গ) ১৭৫৭ ঘ) ১৭৫৮ ৩৭. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়? ক) ১৯৫২ খ) ১৯৫৩ গ) ১৯৫৪ ঘ) ১৯৫৫ ৩৮. কোন চুক্তির মাধ্যমে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়? ক) ব্যাঙ্গালোর চুক্তির খ) শ্রীরঙ্গপট্টম চুক্তির গ) কাশিমবাজার চুক্তির ঘ) অযোধ্যা চুক্তির ৩৯. সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কবে? ক) ১৯৯১ সালে খ) ১৯৯৩ সালে গ) ১৯৯৪ সালে ঘ) ১৯৯৭ সালে ৪০. কোন অঞ্চলকে কেন্দ্র করে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়? ক) কাশ্মীর খ) পাঞ্জাব গ) বেলুচিস্তান ঘ) মুর্দিদাবাদ ৪১. ১৯৬৯ সালের ১১ দফা কর্মসূচির মূল তাৎপর্য হলো- র. শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি রর. নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ররর. কৃষকের সুযোগ -সুবিধা সৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ক) আমেরিকা খ) ভূটান গ) ভারত ঘ) ব্রিটেন ৪৩. বাঙালির জন্য ১১ দফা দাবি ছিল- ক) স্বাধীনতার দাবি খ) স্বায়ত্তশাসনের দাবি গ) ভাষার দাবি ঘ) মৌলিক অধিকারর দাবি ৪৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? ক) ১০ খ) ১২ গ) ১৫ ঘ) ১৭ ৪৫. কলকাতারয় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ক) ১৮৩৫ খ) ১৮৭৭ গ) ১৮৭৮ ঘ) ১৮৮৯ ৪৬. বহির্বিশ্বে বাংলাদেশ মিশনগুলো যেভাবে মুক্তিযুদ্ধের সমর্থন আদায় করেছে তা হলো- র. মিছিল ও সমাবেশ রর. অনুষ্ঠান ররর. অস্ত্রের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৪৭. বঙ্গবন্ধু কত তারিখে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষণা দেন? ক) ২৫ মার্চ খ) ২৬ মার্চ গ) ২৭ মার্চ ঘ) ২৯ মার্চ ৪৮. মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো- র. ব্রিটিশের প্রতি ভারতীয়দের আনুগত্য সৃষ্টি রর. রাজনৈতিক অধিকার সচেতন ররর. সব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মি. এস. আলমকে দকিষণাঞ্চলের প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে প্রেরণ কর হয়েছে। ক্ষমতার লাভ করেই তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠেন এবং রাষ্ট্রের নীতিবিরোধী কাজে লিপ্ত হয়। ফলে রাষ্ট্র জুড়ে তার বিরুদ্দে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে রাষ্ট্রের পার্লামেন্টে মি. এস. আলমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করা হয় এবং তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। ৪৯. ১৯৬৯ সালে ১১ দফাগুলো হলো- র. শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি রর. প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ররর. আগরতলা মামলায় আটক আসামীদের মুক্তি নিচের কোনটি সঠিক? ক) ওয়ারেন হেস্টিংস খ) লর্ড ওয়েলেসলি গ) উইলিয়াম বেন্টিঙ্ক ঘ) লর্ড ডালহৌসী ৫০. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (খ) ৩. (ক) ৪. (ক) ৫. (খ) ৬. (ক) ৭. (গ) ৮. (খ) ৯. (খ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (গ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ঘ)
×