ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফকিরের নির্দেশে ৮ মাস শিকলে বাঁধা যুবক

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ অক্টোবর ২০১৫

ফকিরের নির্দেশে ৮ মাস শিকলে বাঁধা যুবক

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ অক্টোবর ॥ বদ জিনে ধরেছে, তাই হারুন হাওলাদার (৩৫) নামের এক যুবককে ৮মাস ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হারুনের বাবার নাম লাল মিয়া হাওলাদার। বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে তার বাড়ি। হারুনের মা নূরুন্নাহার বেগম জানান, হারুন দুই সন্তানের জনক। তিনি বাউফল শহরের একটি ওয়ার্কশপে শ্রমিকের কাজ করতেন। ওই সময় থেকে সবার সঙ্গে অস্বাভাবিক আচরণ করত। তাই ৭-৮ মাস আগে তাকে গলাচিপা উপজেলার আমখলা গ্রামে এক ফকিরের কাছে নিয়ে গেলে তিনি হারুনকে বদ জিনে ধরেছে বলে জানান। তাকে ভাল করতে হলে ঝার-ফুঁক ও তাবিজ-কবজ নিতে হবে। আর ভাল না হওয়া পর্যন্ত তার হাত ও পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। ফকিরের নির্দেশ মতো হারুনের মা-বাবা তার হাত ও পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখত। প্রায় ৮মাস ধরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। এ অবস্থায়ই চলছে তার জীবন। এ ব্যাপারে বাউফল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ এসএম সায়েম বলেন, তিনি একজন মানসিক রোগী। সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন। হারুনের স্ত্রী রুমা বেগম বলেন, আমরা গরিব মানুষ। ঠিকমতো তিন বেলা খাবার জোটে না। চিকিৎসা করাব কিভাবে।
×