ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ অক্টোবর ২০১৫

কেরানীগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ ১৪ অক্টোবর ॥ রাজধানীর কাপ্তানবাজার এরশাদ মার্কেটের ইলেকট্রিক ব্যবসায়ী আরেফিন আবেদীন খান রাজনের (৩০) লাশ কেরানীগঞ্জের চিতাখোলা এলাকায় একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮টায় লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত রাজন এরশাদ মার্কেট ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশনের সদস্য। বিক্রম পাওয়ার নামে ওই মার্কেটে তার এনার্জি বাল্বের একটি দোকান রয়েছে। তার বাবার নাম জয়নাল আবেদীন খান। বাড়ি পুরান ঢাকার নবাবপুর রোডের ২২ জুড়িয়াটুলি লেন এলাকায়। রাজনের দোকানের ম্যানেজার মোস্তাফিজ জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজন দোকান থেকে বের হন। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তার শরীরে আঘাতে চিহ্ন নেই। তবে মুখমন্ডলে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে। মুখমন্ডলে আঘাতের পর পানিতে চুবিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরপর লাশ গুম করার উদ্দেশে ডোবায় পুতে রাখা হয়।
×