ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩২ বছর পর ইউরো ফুটবলে নেই হল্যান্ড

প্রকাশিত: ০৫:৫১, ১৫ অক্টোবর ২০১৫

৩২ বছর পর ইউরো ফুটবলে নেই হল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ শঙ্কা আর অনুমানই অবশেষে সত্যি হলো। আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না হল্যান্ডের। বাছাইপর্বের বাধা টপকাতে না পারায় টোটাল ফুটবলের জনকদের ছাড়াই অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। এর ফলে ১৯৮৪ সালের পর ইউরো খেলা হচ্ছে না হল্যান্ডের। তার মানে ৩২ বছর পর কমলা রং ছাড়াই হবে ইউরো যজ্ঞ। মঙ্গলবার রাতে বাছাইপর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রের কাছে ৩-২ গোলে হেরে হতাশায় নিমজ্জিত হয় হল্যান্ড। এই জয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আগেই মূলপর্ব নিশ্চিত করা চেকরা। একই গ্রুপ থেকে আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে নোঙর ফেলেছে তুরস্ক। ম্যাচের ৮৯ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে সমর্থকদের আনন্দে ভাসান সেলচুক ইনান। এ নিয়ে চতুর্থবারের মতো ইউরোর চূড়ান্ত পর্বে উঠল তুরস্ক। তুর্কীরা নয় গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে ফ্রান্সের টিকেট পেয়েছে। অর্থাৎ ‘এ’ গ্রুপ থেকে মোট তিন দল চূড়ান্ত পর্বে উঠেছে। অন্য দলটি হচ্ছে আইসল্যান্ড। বাকি আট গ্রুপ থেকে দুটি করে মোট ১৬ দল মূলপর্বে জায়গা পেয়েছে। দলগুলো হলোÑ চেক প্রজাতন্ত্র, আইসল্যান্ড, তুরস্ক, বেলজিয়াম, ওয়েলস, স্পেন, সেøাভাকিয়া, জার্মানি, পোল্যান্ড, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, রোমানিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, ইতালি, ক্রোয়েশিয়া, পর্তুগাল, আলবেনিয়া। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ফ্রান্স। আগামী নবেম্বরে প্লে অফ খেলবে আরও আট দেশ। দেশগুলো হচ্ছেÑ বসনিয়া-হার্জেগোভেনিয়া, ইউক্রেন, আয়ারল্যান্ড, সেøাভেনিয়া, হাঙ্গেরি, সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক। এই আট দেশের মধ্যে চার দেশ মূলপর্বের টিকেট পাবে। বাছাইপর্বে নিজেদের গ্রুপে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেক প্রজাতন্ত্র, আইসল্যান্ড আর তুরস্কের নিচে থেকে ইউরোর চূড়ান্তপর্বে খেলার সুযোগ হারিয়েছে গত বিশ্বকাপের তৃতীয় দল হল্যান্ড। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ঘরের মাঠে অনেক সমীকরণ মাথায় নিয়েই খেলতে নেমেছিলেন আরিয়েন রোবেন-ওয়েসলি স্নেইডাররা। প্লে অফের আশা টিকিয়ে রাখতে হলে চেকদের বিপক্ষে কেবল জয় পেলেই হতো না, অন্য ম্যাচে তুরস্ককে হারতে হতো আইসল্যান্ডের কাছে। কিন্তু দুই সমীকরণের কোনটাই মেলেনি, চেকদের বিপক্ষে পাওয়া হয়নি প্রত্যাশার জয়, আইসল্যান্ডও হারাতে পারেনি তুরস্ককে। সব মিলিয়ে ইউরোর চূড়ান্তপর্বের আগেই ছিটক পড়ল ডাচ্রা। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ার পর লড়াইটা কঠিনই হয়ে যায় হল্যান্ডের জন্য। ম্যাচের ৬৬ মিনিটে রবিন ভ্যান পার্সির আত্মঘাতী গোলে চূড়ান্ত সর্বনাশ হয়। ডাচ্রা পিছিয়ে পড়ে ৩-০ গোলে। তিন গোলে পিছিয়ে পড়া ম্যাচেও দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফেরার চেষ্টাটা করেছে ড্যানি ব্লিন্ডের দল। ৭৭ আর ৮৩ মিনিটে দুই গোল পরিশোধ করেও শেষ রক্ষা হয়নি হল্যান্ডের। ৭৭ মিনিটে ক্লাস ইয়ান হান্টেলারের গোলের পর ৮৩ মিনিটে নিজের আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন ভ্যান পার্সি চেকদের জালে বল জড়িয়ে। ম্যাচ শেষে হল্যান্ডের ইউরো ব্যর্থতার পুরো দায়ভারই নিজেদের কাঁধে নিয়েছেন ওয়েসলি স্নেইডার। সাক্ষাতকারে ডাচ্ অধিনায়ক বলেন, এই ব্যর্থতার দায় ভার আমাদের সবাই। আমরা নিজেরাই সুযোগ হারিয়েছি। দল হিসেবে আমরা ভাল খেলতে পারিনি। প্রতি বিভাগেই আমাদের ঘাটতি ছিল। খুব সহজেই প্রতিপক্ষকে চড়াও হতে দিয়েছি আমাদের ওপর। একের পর এক বাজে গোল খেয়ে নিজেদের পেছনের দিকে নিয়ে গেছি। স্বাগতিক মাল্টাকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্সের টিকেট নিশ্চিত করে ক্রোয়েশিয়াও। শেষ পর্বের ম্যাচ শুরু হওয়ার আগে ‘এইচ’ গ্রুপে ক্রোয়েশিয়ার পয়েন্ট ছিল ১৭ আর নরওয়ের ১৯। কিন্তু ম্যাচে এগিয়ে থেকেও ইতালির কাছে ২-১ গোলে নরওয়ে হেরে যাওয়ায় চূড়ান্ত পর্বে উঠে গেছে ক্রোয়েটরা। নরওয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়া ইতালি ৭৩ মিনিটে সমতা ফেরায় আলেসান্ড্রো ফ্লোরেন্টসির গোলে। ৮২ মিনিটে দারুণ এক গোল করে আজ্জুরিদের জয় নিশ্চিত করেন গ্রাজিয়ানো পেল্লি। আগেই ২০১৬ ইউরোর টিকেট নিশ্চিত কর বেলজিয়াম ও ওয়েলস জয় দিয়ে বাছাইপর্ব শেষ করেছে। ইসরাইলকে হারায় বেলজিয়াম ও এ্যান্ডোরার বিপক্ষে জয় পায় ওয়েলস।
×