ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষাবৃত্তির চেক বিতরণ করল সেনা কল্যাণ সংস্থা

প্রকাশিত: ০৬:২৭, ১৫ অক্টোবর ২০১৫

শিক্ষাবৃত্তির চেক  বিতরণ করল সেনা কল্যাণ সংস্থা

সেনা কল্যাণ সংস্থা বুধবার ঢাকা সেনানিবাস আদমজী ক্যান্টনমেন্ট কলেজ অডিটরিয়াম সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৯৯ ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিক (সাধারণ, কারিগরি ও মাদ্রাসা) পর্যায়ের শিক্ষামূলক বৃত্তির চেক বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর মাঝে বিতরণ করেছে। সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল জাহিদুর রহমান এটি বিতরণ করেন। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের সন্তানদের প্রতিবছর ষষ্ঠ শ্রেণী হতে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষামূলক বৃত্তি প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার মহাপরিচালক (কল্যাণ) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওমর ফারুক, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরীসহ ঢাকা সেনানিবাসের বিভিন্ন কলেজের বিপুলসংখ্যক ছাত্রছাত্রী। -আইএসপিআর
×