ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেয়ার কেনা হলো তাদের

প্রকাশিত: ১৮:৫৮, ১৫ অক্টোবর ২০১৫

চেয়ার কেনা হলো তাদের

অনলাইন ডেস্ক ॥ কিরগিজস্তানের পার্লামেন্টে আইন প্রণেতাদের (এমপি) বসার জন্য ৩৮ হাজার ডলারে ১২০টি নতুন চেয়ার কেনার এক পরিকল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদের মুখে ভেস্তে গেছে। চেয়ারগুলো কিনতে সরকারি তরফ থেকে একটি দরপত্র আহ্বান করা হলেও মঙ্গলবার দেশটির প্রশাসনিক অফিস তা বাতিল করে দেয় বলে ক্লুপ ডটকেজি নামে ব্যক্তিমালিকানাধীন একটি ওয়েবসাইট জানিয়েছে। এর আগে প্রশাসনিক দপ্তরের সহকারি প্রধান নুরবেক কাদিরভ কেনিউজ ডটকেজি-কে বলেছিলেন, ২০১০ সালে কেনা এমপিদের বসার চেয়ারগুলো ‘জরাজীর্ণ’ হয়ে পড়ায় নতুন চেয়ারের দরপত্র ডাকা হচ্ছে। পুরনো চেয়ারগুলো শিশুসদন ও স্কুলে দান করা হবে বলেও তখন তিনি জানিয়েছিলেন। এমপিদের জন্য নতুন চেয়ার কেনার দরপত্র ডাকার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিরগিজরা এর তীব্র প্রতিবাদ জানান। তারা ‘ওয়ানটুয়েন্টি সিটস’ এবং ‘মাই চেয়ার’ হ্যাশ ট্যাগ ব্যবহার করে ‘এমপিরা কেন বর্তমান চেয়ার নিয়ে সন্তুষ্ট নয়’ তা জানতে চায়। কেউ কেউ পুরনো চেয়ারের ছবি প্রকাশ করে ‘এমপিদের এ ধরনের চেয়ারই ব্যবহার করা উচিত’ বলেও মন্তব্য করেন।
×