ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত নতুন ছয় প্রাণি

প্রকাশিত: ১৯:০০, ১৫ অক্টোবর ২০১৫

বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত নতুন ছয় প্রাণি

অনলাইন রির্পোটার ॥ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকা থেকে আনা নতুন ছয়টি প্রাণি অবমুক্ত করা হয়েছে। পার্কের আফ্রিকান সাফারি অংশে নতুন তিনটি জেব্রা ও তিনটি জিরাফ ছাড়া হয় বলে বন সংরক্ষক তপন কান্তি দে জানান। তিনি বলেন, এর আগে থাকা চারটি জিরাফের মধ্যে একটি মারা গিয়েছিল। নতুন প্রাণী আসার পর পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ালো ১০টিতে; আর জিরাফ হল ছয়টি। “দর্শনার্থীদের চাহিদার দিকে লক্ষ্য রেখে শিগগিরই আরও কিছু প্রাণী আনা হবে।” গত বছর নভেম্বরে এই জাতীয় উদ্যানে নেদারল্যান্ডস থেকে আনা চারটি ‘ব্ল্যাক বাক’ অবমুক্ত করা হয়। হরিণ জাতীয় তৃণভোজী এ প্রাণী বাংলাদেশের আর কোনো চিড়িয়াখানা বা পার্কে নেই বলে সে সময় বন সংরক্ষক জানিয়েছিলেন।
×