ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেতাজীর গোপন নথি প্রকাশ করবে দিল্লি

প্রকাশিত: ১৯:০৫, ১৫ অক্টোবর ২০১৫

নেতাজীর গোপন নথি প্রকাশ করবে দিল্লি

অনলাইন ডেস্ক ॥ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর এবার ভারতের কেন্দ্রীয় সরকারও ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর গোপন নথি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। নেতাজীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তর ও গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত নেতাজীর এসব গোপন নথি প্রকাশ করার ঘোষণা দেন। সুভাষ চন্দ্র বসুর গোপন নথি প্রকাশের বিষয়ে টুইটও করেছেন মোদী। ২০১৬ সালের ২৩ জানুয়ারি নেতাজীর ১১৮তম জন্মবার্ষিকীর দিন থেকে শতাধিক গোপন নথি প্রকাশ শুরু হবে। সুভাষ বসুর বিষয়ে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের হাতে থাকা গোপন নথিও প্রকাশের দাবি রয়েছে গবেষকদের। ডিসেম্বরে রাশিয়ার কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।
×