ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহের একটি প্রাইভেট হাসপাতাল ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন

প্রকাশিত: ২০:১৮, ১৫ অক্টোবর ২০১৫

ঝিনাইদহের একটি প্রাইভেট হাসপাতাল ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ ভুল চিকিৎসায় চামেলী খাতুন নামে এক প্রসুতি মৃত্যুর অভিযোগে ঝিনাইদহের নারানপুর ত্রিমোহনীর একটি প্রাইভেট হাসপাতাল ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। গত ২৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার নারানপুর গ্রামের আলী আহমেদের স্ত্রী চামেলী খাতুনকে পার্শ্ববর্তি বোড়াই ত্রিমোহনীর নিউ ইসলামীয়া প্রাইভেট হাসপাতাল এণ্ড ডায়াগনোষ্টিক সেন্টারে সিজার করা হয়। প্রসুতির অপারেশন করেন ডা:আব্দুল্লাহ আল মামুন। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে পুনরায় তার অপারেশন করে পেটের ভিতর গজ-ব্যান্ডেজ পাওয়া যায়। পরে আজ বৃহস্পতিবার সকালে সে মারা যায়। তার মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসি মিছিল করে এসে একই মালিকের নারানপুর ত্রিমোহনীর নিউ ইসলামীয়া প্রাইভেট হাসপাতাল এণ্ড ডাগনোষ্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে। সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, প্রাইভেট হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্লিনিক মালিক ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেন। ।
×