ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১:০০, ১৫ অক্টোবর ২০১৫

শেরপুরে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ অধ্যাদেশ আইন বাস্তবায়নের দাবিতে আদিবাসী সম্প্রদায় মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন, উপজেলা বাগাসাস ও মধুপুরগড় ক্যাম্পেইন গ্রুপের যৌথ উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী, আদিবাসী নেত্রী রবেতা ম্রং, অধ্যাপক অঞ্জন ম্রং, বাগাসাসের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাগিরণ চিরান, উপজেলা বাগাসাসের সভাপতি রনু নখরেক প্রমুখ। বক্তারা অবিলম্বে আদিবাসীদের অর্পিত সম্পত্তি অধ্যাদেশ আইন বাস্তবায়ন এবং ‘খ’ তফছিলের ভূমি অবমুক্তিকরণসহ দ্রুত নামজারি করার দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
×