ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে টিএ্যান্ডটির জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ২৩:৪২, ১৫ অক্টোবর ২০১৫

টেকনাফে টিএ্যান্ডটির জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের নিজস্ব জমি থেকে অবৈধ বসতঘরটি উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। বুধবার দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে দুপুরে টেকনাফ পুলিশ ঘরটি ভেঙ্গে জায়গাটি দখলমুক্ত করে দিয়েছে। বিটিসিএল অফিসের উপ সহকারী প্রকৌশলী মো: নাছির উদ্দিন বলেন, দখলমুক্ত জমিটি বিটিসিএলের কার্যক্রমে পরিচালিত হবে। উল্লেখ্য, স্থানীয় মৌলভী ছিদ্দিক আহম্মদের পুত্র শহীদ উল্লাহ ও বশির উল্লাহর সহায়তায় বাদশা মিয়ার পুত্র মো: বেলাল উদ্দিনের বিরুদ্ধে টিএ্যান্ডটির জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলায় ১৭ সেপ্টেম্বর টেকনাফ থানায় এজাহার দায়ের করে উখিয়া বিটিসিএল কর্মকর্তা।
×