ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে চারদিন পর ধর্মঘট প্রত্যাহার করলো বরফকল মলিকেরা

প্রকাশিত: ০০:০৫, ১৫ অক্টোবর ২০১৫

বরিশালে চারদিন পর ধর্মঘট প্রত্যাহার করলো বরফকল মলিকেরা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চারদিন পর বৃহস্পতিবার দুপুরে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বরিশালের বরফকল মালিকেরা। দুপুর সাড়ে বারোটার দিকে প্রশাসনের কর্মকর্তা ও বরফকল মালিকদের উপস্থিতিতে সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত দাস বলেন, ইলিশ প্রজননের নিষেধাজ্ঞা তুলে দেয়ার পরেরদিন (১০ অক্টোবর) থেকে বরিশালের বাজারে প্রচুর মাছ আসতে শুরু করে। এসময় প্রতিদিন ৩ হাজার ক্যান বরফের বিপরীতে বরফকল মালিকেরা তাদের আটটি বরফকলের মধ্যে দুটি চালু রেখে মাত্র ৮’শ ক্যান বরফ সরবরাহ করতো। এ সংকটের জন্য খুলনা থেকে বরফ আনায় সোমবার ১২ অক্টোবর থেকে বরিশালের বরফকল বন্ধ করে ধর্মঘট শুরু করে মালিকেরা। এতে করে ২’শ টাকার বরফ ক্যান ৪’শ টাকায় ওঠে। বরফকল মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান খান কামাল বলেন, তাদের লোকসান হওয়ায় কল বন্ধ রাখা হয়েছিলো। পরবর্তীতে জেলা প্রশাসকের অনুরোধ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে বৈঠক শেষে তারা পূর্ণরায় বরফকল চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, ধর্মঘট শুরু হওয়ার পর থেকেই তিনি একাধিকবার সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। অবশেষে বৃহস্পতিবারের সমঝোতা বৈঠকে তিনি সফল হওয়ায় এখন জেলে ও মাছ ব্যবসায়ীদের বরফ সংকটের কষ্ট লাঘব হবে।
×