ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে বিবর্ণ কৃষকের স্বপ্ন

প্রকাশিত: ০০:০৬, ১৫ অক্টোবর ২০১৫

বরিশালে বিবর্ণ কৃষকের স্বপ্ন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার দশটি উপজেলাসহ কৃষি অঞ্চলের ১১জেলায় রোপা আমনের ক্ষেতজুড়ে নানারোগ বালাইয়ের আক্রমণ দেখা দিয়েছে। কৃষককে এসব রোগবালাই দমনে এখন হিমশিম খেতে হচ্ছে। খোলপঁচা ও পাতা ঝলসানো রোগের আক্রমণ কিছুটা কমলেও হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণ কৃষকদের দিশেহারা করে তুলেছে। দ্রুত এসব পোকার আক্রমণ দমন করা না গেলে ফলন অন্যবছরের চেয়ে কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। রোপা আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলন হয়েছে বলে দাবী করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল আজিজ ফরাজি বলেন, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকেরা জমিতে বালাই নাশক নানা প্রযুক্তি ব্যবহার করায় ইতিমধ্যে খোলপঁচা ও পাতা ঝলসানো রোগ নিয়ন্ত্রণে চলে এসেছে। তিনি আরও বলেন, কোনো এলাকা থেকে এখনো কারেন্ট পোকার আক্রমণের খবর পাওয়া যায়নি। সবমিলিয়ে মাঠের সার্বিক অবস্থা ভাল দাবি করে ও ফলন কমে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে এই কর্মকর্তা আরও বলেন, প্রতিটি এলাকার কৃষি কর্মকর্তাসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। এছাড়া অফিস থেকেও রোগ অনুযায়ী ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে।
×