ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির গ ইউনিটের পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বে ৩৭ জন

প্রকাশিত: ০০:০৮, ১৫ অক্টোবর ২০১৫

ঢাবির গ ইউনিটের পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বে ৩৭ জন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫৬টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে শহরের ১০টি স্কুল-কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ‘গ’ ইউনিটের এক হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য ৩৭ জন ভর্তীচ্ছুকে লড়াই করতে হবে। এদিকে, পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ৩০ অক্টোবর ‘ক’ ইউনিট ও ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ‘খ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর বিভিন্ন ধরনের জালিয়াতির ঘটনা ঘটলেও এ বছরে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
×