ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুহাটের মালয়েশিয়া গমনেচ্ছু দুই কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত: ০০:১৬, ১৫ অক্টোবর ২০১৫

জয়পুহাটের মালয়েশিয়া গমনেচ্ছু দুই কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে প্রায় ৩ মাস জাহাজ এবং পাহাড়ে অবস্থান করে অবশেষে বাড়ি ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুই কিশোর। বৃহস্পতিবার জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নাহীদ ইসলাম (১৭) এবং মোতালেব হোসেন (১৭) নামে দুই কিশোরকে তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এদের বাড়ি জেলাল ক্ষেতলাল উপজেলার সামান্তাহার গ্রামে। এরা গত ২৩/০৪/১৫ তারিখে একই গ্রামের দালাল বাহাজ্জুল ইসলামের মাধ্যমে কক্সবাজারের মহেশখালি হয়ে নৌকা এবং পরবর্তিতে জাহাজে অবস্থান নিলেও মালয়েশিয়ায় তাদের নেওয়া হয়নি। দীর্ঘ ৩ মাস জাহাজ এবং পাহাড়ে অবস্থান নেওয়ার পর তারা মায়ানমার এর নৌ সেনাদের হাতে ধরা পরে। কিছুদিন অবস্থান করার পর গত ১২/১০/১৫ তারিখে মায়ানমার এর বর্ডার গার্ড এর মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড এর হাতে তাদের হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী কে এম সহিদ ইকবাল সদু তাদের পরিবারের হাতে তুলে দেয়।
×