ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন

প্রকাশিত: ০১:০০, ১৫ অক্টোবর ২০১৫

মুন্সীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও জোরদার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জ সুপার মার্কেটস্থ ভাস্কর্য অঙ্কুরিত ‘৭১ চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করে জেলা মহিলা পরিষ । এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানবন্ধন শেষে সংগঠনটির সহসভাপতি সেলিনা খানমের সভাপতিত্বে সমাবেশ হয়। এত্বে বক্তব্য রাখেন সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, আইনজীবি সমিতির সভাপতি শ.ম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, জাসদের সভাপতি এডভোকেট নাসিরুজ্জামন খান, সাংস্কিৃতিক জোটের সাবেক সভাপতি এডভোকেট শাহিন মো. আমানুল্লাহ, জাতিয় পার্টির আহবায়ক কুতুবউদ্দিন আহম্মেদ, কাউন্সিলর নার্গিস আক্তার, সাংস্কিৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির ও কমিনিউস্ট পার্টির সভাপতি শম কামাল প্রমুখ। এতে আসন্ন শারদীয় পূজোতে সামাজিক নিরাপত্তবন্ধণে রাখার আহ্বান জানানো হয়। মানববন্ধণে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে নানা স্লোগান সম্বলিত ফেস্টুন শোভা পায়।
×