ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জাতীয় সংসদের অষ্টম অধিবেশন ৮ নবেম্বর

প্রকাশিত: ০১:১৫, ১৫ অক্টোবর ২০১৫

জাতীয় সংসদের অষ্টম অধিবেশন ৮ নবেম্বর

অনলাইন রিপোর্টার ॥ আগামী ৮ নভেম্বর দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হচ্ছে। এটি দশম জাতীয় সংসদের অষ্টম এবং চলতি বছরের শেষ অধিবেশন। ৮ নবেম্বর বিকেল ৪ টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় সমাপ্তির তারিখ নিধারণ করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ৭ম অধিবেশন শেষ হয়। যা গত ১ সেপ্টেম্বর শুরু হয়। সপ্তম অধিবেশনের মতো অষ্টম অধিবেশনও সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। মূলত এটি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই অধিবেশন। এরপর জানুয়ারিতে শীতকালীন অধিবেশন শুরু হবে।
×