ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু কাইয়ুমের ঠাঁই হলো পুনর্বাসন কেন্দ্রে

প্রকাশিত: ০৪:০৫, ১৬ অক্টোবর ২০১৫

শিশু কাইয়ুমের  ঠাঁই হলো পুনর্বাসন কেন্দ্রে

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৫ অক্টোবর ॥ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার ৬ বছরের শিশু কাইয়ুমকে বরিশাল শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, মঙ্গলবার রাতে আমতলী ফেরিঘাটে ৬ বছরের শিশু কাইয়ুমকে টহল পুলিশ কাঁদতে দেখে থানায় নিয়ে আসে। পরে শিশুটি জিজ্ঞাসাবাদে একেক সময় একেক কথা বলে। তার নাম বলে কাইয়ুম, বাবার নাম ইব্রাহীম খান ও মাতার নাম ফাতেমা বেগম। এর বেশি কিছু বলতে পারে না। শিশুটির সঠিক অভিভাবক খুঁজে পাওয়ার জন্য আমতলী থানা পুলিশ বিভিন্ন স্থানে দু’দিন মাইকিং ও পুলিশ বার্তার মাধ্যমে সন্ধান করেছে। কোন অভিভাবক খুঁজে পায়নি। পরে বৃহস্পতিবার পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস শিশুটির কোন অভিভাবক না পেয়ে আমতলী সমাজসেবা বিভাগের মাধ্যমে বরিশাল শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমতলী সমাজসেবা অধিদফতর শিশুটিকে বরিশাল শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে। শিশু রবিউল হত্যা ॥ মিরাজের জামিন নামঞ্জুর নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৫ অক্টোবর ॥ তালতলী শিশু রবিউল হত্যা মামলার আসামি মিরাজের (২৫) জামিন নামঞ্জুর করেন বরগুনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু তাহেরের আদালতে আসামি মিরাজের জামিনের শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে বিচারক আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। এ মামলার আগামী ১০ নবেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু চট্টগ্রাম অফিস/মীরসরাই সংবাদদাতা ॥ মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৯ নম্বর মীরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর এলাকায় রেললাইনের আপ লাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকু- রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। কুমিল্লায় যুবক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, ট্রেনের নিচে কাটা পড়ে আবু কাউছার নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার কুমিল্লা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু কাউছার (৩০) জেলার বরুড়া উপজেলার বারাইপুর গ্রামের বাসিন্দা। নোয়াখালীতে মল্লিকা খেলাঘরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৫ অক্টোবর ॥ ‘মল্লিকা খেলাঘর আসর’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী চৌমুহনী পাবলিক হল চত্বরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে খেলাঘর নোয়াখালী জেলা কমিটির সভাপতি মাখন লাল দাস, জালাল আহমেদ জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে। উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য প্রণয় সাহা, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ, বিশিষ্ট নাট্যনির্দেশক ও অভিনেতা আজাদ আবুল কালাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, খেলাঘর নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপক আইচ। মল্লিকা খেলাঘর আসরের সহ-সভাপতি আশরাফ সিদ্দিকী বাবু সভাপতিত্ব করেন।
×