ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈরিতা ভুলে বন্ধুত্বের হাত বাড়াল বিজিবি-বিএসএফ

প্রকাশিত: ০৫:৪০, ১৬ অক্টোবর ২০১৫

বৈরিতা ভুলে বন্ধুত্বের হাত বাড়াল বিজিবি-বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ অক্টোবর ॥ প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লালমনিরহাট কুড়িগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে। মুহূর্তে ভুলে গেছে বৈরী সম্পর্ক। বৃহস্পতিবার লালমনিরহাট সীমান্তের পাশে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মুজিব-ইন্দিরা দাসিয়ারছড়া নতুন ইউনিয়নে (সদ্য বিলুপ্ত ছিটমহল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন ও মতবিনিময় করেন। ভারত সীমান্ত সংলগ্ন এই ইউনিয়নটিতে প্রধানমন্ত্রীর আগমনে সীমান্তে বিজিবি ও বিএসএফ নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করে। বিজিবি ও বিএসএফ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সীমান্তে টহল বৃদ্ধি করেছিল। কোথাও কোথাও যৌথভাবে টহল দিয়েছে। এই ঘটনাকে সীমান্তের গ্রামগুলোর সাধারণ মানুষ সৌহার্দ্য হিসেবে গ্রহণ হয়েছে।
×