ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নগরে শিয়াল!

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ অক্টোবর ২০১৫

নগরে শিয়াল!

গ্রাম বাংলার প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ শিয়াল। বাসস্থান সঙ্কুচিত হওয়ায় প্রাণীটির অস্তিত্ব বিলুপ্তির পথে। তাই শহর-গ্রাম যেখানেই হোক ঝোঁপঝাড় একটু পেলেই সেখানে আশ্রয় নেয়ার চেষ্টা করে শিয়াল। এরা সাধারণত অন্ধকার ভালবাসে। তবু রাজধানীর বসিলা বেড়িবাঁধ এলাকার মাঠে বৃহস্পতিবার দেখা গেছে এই শিয়ালটিকে। সম্ভবত খাবারের খোঁজে দিনেরবেলায় এটি বেরিয়েছে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী সবিতা রহমান।
×